– মোঃ আতিকুর রহমান
ভাষা আমার ভালোবাসা,
রিক্ততার সুর আর সুখের বাঁশি।
হৃদয় গর্ভকোষ মায়াময় শব্দবহে ঠাসা,
রক্তিম গায়ে আনন্দিত নির্মম সেই হাসি।
প্রানের প্রান্তস্থ গলাভাঙা সেই স্লোগান,
মিছিলে মিছিলে আলোক সন্ধান।
শত মায়ের অঋরে কান্না আর বুকফাটা চিৎকার,
অভিমান আশা আর ভালোবাসার মেলবন্ধন।
বুলেট বিদ্ধ শার্টের বুতামে লালসবুজের হুংকার,
নিভু প্রদীপে বিন্দু আলোর স্পন্দন।
ভাষা তুমি সেন্হ মায়া মমতার দীপ্ত প্রকাশ,
অশ্রু সিক্ত নয়নোৎসবে প্রস্তথ আকাশ।
ভাষা তুমি অন্ধকারে নিভু প্রদীপের শেষ আলোকসিন্ধু,
রফিক শফিক জব্বারের শিরা উপশিরার অভয় রক্তবিন্দু।
জলন্ত রক্তস্রোতে প্রতিবাদের সুর,
ভাষা শুধু তুমিই শুধু কন্ঠে তোলো সুমধুর।
তুমিই তো সেই অনুপ্রেরণায় পূর্ণ প্রতিধব্বনি,
মায়া মমতায় মুছে যাওয়া সব তিক্ততার গ্লানি।
বয়ে যাবে তবে শুধুই অভয়ে অনন্ত চিরকাল,
দিশাহীন এ তরী বইবেই শুধু ছিড়বে নাকো পাল।
আরও পড়ুনঃ বাষ্পীভূত ভালবাসা -মোঃ আতিকুর রহমান
মন্তব্য লিখুন