প্রকৃতির রূপ
——————— মোঃ আতিকুর রহমান
প্রকৃতি এক বিস্তৃর্ন প্রেক্ষাপটে আঁকা বর্নীল জলছবি,
মায়ার জালে লেপ্টে যাওয়া কি নিদারুণ এ পৃথিবী।
বোঝা না বোঝার মাঝে সংকীর্ণ মন,
শুরু হয় সীমাবদ্ধ এ জীবন চলন।
কারো শুষ্ক চুলে ধূলোর যট,
কেউ কোমল হাতে নেয় বাচার শপথ।
পরিপূর্ণতার মাঝে হারিয়ে যায় কারো কন্ঠ,
অহরহ চোখে পরে হাহাকার আর ক্ষুধা যন্ত্রণায় তিক্ত দন্ত।
শান্ত সাগরে ভাসে জীবনের ভেলা,
প্রকৃতিতো শিখায় উত্তাল সাগরে আর্তনাত আর ভয়ের সাথে তাল মিলিয়ে চলা।
স্নিগ্ধ প্রকৃতির বিধ্বংসী রূপ,
যেন নোনা পানির গভীর জলকূপ।
প্রকৃতিতো এক সুরভিত গোলাপের নড়বড়ে ঋুড়ি,
শুষ্কতার প্রারম্ভে জমায় ওপারে পারি।
প্রকৃতি হাসায়, প্রকৃতি কাঁদায় ঋড়ায় অশ্রুজল,
শিখায় শিখতে হারিয়ে পেতে জীবন নামের বল।
আরও পড়ুনঃ ভাষার তরী – মোঃ আতিকুর রহমান
সমাপ্ত