মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন
“অপেক্ষা” -অমিক শিকদার
“অপেক্ষা”
—— অমিক শিকদার
আর কারো পানে চাহিও না তুমি
তোমারে প্রতিক্ষণে
খুজি আমি বিমুগ্ধ নয়নে
তাকিও না বারে বারে
এত প্রেম আমি
সহিতে না পারি।
কোথায় এখন স্বরনিকা
কত কথা কব প্রাণ ভরিয়া
হৃদয় আমার রয়েছে শুকিয়া
যতই অন্ধকার নামুক
সময় দাও একটুখানি ।
আমার সকল ভালোবাসা
দেব তোমায় উজাড় করিয়া
তব মুখখানা রাখিওনা ঘুরাইয়া
তোমারি প্রতিক্ষাতে
আমার চোখের অশ্রুজলে
আমি ডুবে মরি।
“অপেক্ষা”
সমাপ্ত
Post Views: 40
এই প্রবন্ধটা কি সাহায্যকর ছিল?
হ্যানা
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ
আরও পড়ুন
error: Content is Copyright Protected !
মন্তব্য লিখুন